× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফুলবাড়ীতে শিশুসাহিত্য পুরস্কার অনুষ্ঠানের প্রস্তুতি সভা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

০২ ডিসেম্বর ২০২২, ০১:২২ এএম

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গীতিকার তৌহিদ-উল ইসলাম পাঠাগারে গতকাল বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গীতিকার তৌহিদ-উল ইসলাম পাঠাগারের সভাপতি বিনোদ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় পাঠাগারটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুর মোহাম্মদ মিয়াসহ পাঠাগারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভায় সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দর ও সফল আয়োজনের লক্ষে বিভিন্ন বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, কবি সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাবের সহযোগিতায় গীতিকার তৌহিদ-উল ইসলাম পাঠাগার ২০২১ সাল থেকে সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার প্রদান করে আসছে। গত ২৭ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে গীতিকার তৌহিদ-উল ইসলাম পাঠাগারের সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূর মোহাম্মদ মিয়া সৈয়দ শামসুল হক শিশু সাহিত্য পুরস্কার ২০২২ এর বিজয়ী শিশু সাহিত্যিকের নাম ঘোষণা করেন। দেশের জনপ্রিয় শিশুসাহিত্যিক স.ম. শামসুল আলম তাঁর প্রকাশিত 'বহুরূপী দেবশিশু' বইয়ের জন্য ২০২২ সালের সৈয়দ শামসুল হক শিশু সাহিত্য পুরস্কার বিজয়ী হয়েছেন। আগামী ২৭ ডিসেম্বর ২০২২ তারিখ সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের জন্মদিনে আয়োজিত অনুষ্ঠানের মধ্যদিয়ে পুরস্কার বিজয়ী লেখকের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। 

অনুষ্ঠানে কবিপুত্র দ্বিতীয় সৈয়দ - হক ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক উপস্থিত থাকবেন বলে পাঠাগারের সাধারণ সম্পাদক জানিয়েছেন। 
 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.