× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাইকগাছায় রেশনের চালে ওজনে ফাঁকি দেওয়ায় ডিলারকে জরিমানা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

০১ ডিসেম্বর ২০২২, ০২:০০ এএম

খুলনার পাইকগাছায় ১৫ টাকা দরের রেশনের চাউল ওজনে কম দেয়ার অপরাধে ডিলার আব্দুল কুদ্দুস সরদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে একমাসের জেল প্রদান করেন।

বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন। তবে তিনি অর্থদণ্ড দিয়ে মুক্ত হন। একই সাথে তিনি তার লাইসেন্স বাতিল করার আশ্বাস দেন স্থানীয়দের।

উপজেলার কপিলমুনি ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের ৬২৯ জন কার্ড ধারীদের মধ্যে আগড়ঘাটা বাজারে চাউল দেওয়া হচ্ছিল। সকাল ১০টা থেকে চাউল দেয়া শুরু হয়। প্রতিজনকে ৩০ কেজির জায়গায় ২৯ বা ২৮ কেজি দেওয়ার ঘটনায় এলাকাবাসী অভিযোগ ও প্রতিবাদ করেন।

এ অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার বিকেলে ঘটনাস্থলে সত্যতা প্রমাণ হওয়ায় এ জরিমানা করেন। ৮নং ওয়ার্ড সদস্য এম বদরুল আলম বলেন, ডিলার আব্দুল কুদ্দুস সরদার প্রতিবারই এভাবে অসহায় লোকদের চাউল কম দিয়ে ঠকিয়ে আসছেন।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.