× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বগুড়ার শেরপুরে বাড়িসহ ৩ দোকান পুড়ে ছাই

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

৩০ নভেম্বর ২০২২, ০৪:১০ এএম

বগুড়ার শেরপুরে তিনটি দোকান ঘর ও একটি বাড়িতে আগুনে পুড়ে ছাই হলো প্রায় অর্ধকোটি টাকার মালামাল। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

গতকাল মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে পৌর শহরের বারদুয়ারী হাটখোলায় এ ঘটনা ঘটে। 

বৈদুত্যিক শটসার্কিট  থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা স্থানীয়দের।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি ও  দোকানের মালিক আব্দুল কুদ্দুস বলেন, দোকানে আনুমানিক ৩৫ থেকে ৪০ লাখ টাকার মালামাল ছিল। এছাড়াও বাড়ির ভেতরে আরও কয়েক লাখ টাকার আসবাবপত্র ও মালামাল ক্ষতি হয়েছে। এ ঘটনায় পুরো নিঃস্ব হয়ে গেলাম।

অপর ক্ষতিগ্রস্ত দোকানের মালিক প্রবীর সরকার জানান, পাশের  দোকানে আগুন লাগার কারণে হঠাৎ আগুনের  লেলিহান শিখা আমার দোকানে ছড়িয়ে পড়লে, কিছু মালামাল পুড়ে যায় এবং অনেক মালামাল বাইরে রাখা হয়। সেসময় কয়েক লাখ টাকার মালামাল চুরি হয়ে যায়।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর নাদির হোসেন বলেন, খবর  পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে দুইটি ইউনিট এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। তবে পলিথিন ও প্লাস্টিক থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদুত্যিক শটসার্কিট  থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.