× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কালকিনিতে ১৮৫৫ মিটার খাল পুনঃখনন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

মাদারীপুর প্রতিনিধি

২৯ নভেম্বর ২০২২, ০৫:৫৭ এএম

কালকিনিতে এক সুধি সমাবেশে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের নানাবিধ দিক তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুস সোবহান গোলাপ এমপি।

মঙ্গলবার দুপুরে কালকিনি উত্তর রমজানপুর বাজার সংলগ্ন কাটাখালী খালপাড় পালরদী নদী থেকে উত্তর রমজানপুর বাজার পর্যন্ত ১৮৫৫ মিটার খালের পুনঃ খনন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের শুভ উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

রমজানপুর ইউপি‘র ৭নং ওয়ার্ডের সদস্য আলী আকবরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, পৌর মেয়র এস এম হানিফ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফ আলী খান,  উপজেলা প্রকৌশলী, আ. লীগ নেতা আওলাদ হোসেন মাস্টার, সাবেক পৌর প্রশাসক আবুল কালাম আজাদ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ অনেকেই। ২০২১-২০২২ অর্থ বছরে সারাদেশে পুকুর, খাল উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় বাস্তবায়িত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন সরদার।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.