× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হিলিতে কমেছে তাপমাত্রা, বেড়েছে শীত

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

২৬ জানুয়ারি ২০২২, ২৩:৩৬ পিএম

দিনাজপুরের হিলিতে একদিনের ব্যবধানে কমেছে তাপমাত্রা, বেড়েছে শীত। বৃহস্পতিবার সকাল থেকে ঘন কুয়াশার চাদরে চারদিক ঢেকে থাকলেও সাড়ে ৮টার পর কুয়াশা কেটে যায়। রোদের দেখা মিললেও উত্তরের হিমেল বাতাসের কারণে শীত যেন জেঁকে বসেছে। বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষগুলো। খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না।

ইটভাটার শ্রমিক কাজল হোসেন জানান, সকাল ৮টার দিকে কাজে এসেছি। শীতের কারণে কাজ করা যাচ্ছে না। ধীরে ধীরে ইট তৈরি করছি।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৬টায়  দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৮২ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-৭ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.