× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জীবননগরে সওজের অবৈধ স্থাপনা উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

২৬ জানুয়ারি ২০২২, ০৮:৫১ এএম

চুয়াডাঙ্গার জীবননগর পৌর শহরে আড়াই একর জমির উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বেলা ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সড়ক ও জনপথের যায়গায় গড়ে অবৈধ ওঠা এসব স্থাপনা উচ্ছেদ করে সওজ। জীবননগর বাসস্ট্যান্ড থেকে দত্তনগর সড়ক, কালীগঞ্জ সড়ক এবং চুয়াডাঙ্গা সড়কের পাশে দু'শতাধিক অবৈধ স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়।

এর আগে ২৩ ডিসেম্বর সওজের পক্ষ থেকে জীবননগর পৌর শহরে সড়ক ও জনপথের যায়গার উপর অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করা হয়। সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়ের নের্তৃতে উদ্ধার কাজে অংশ নেন  পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

চুয়াডাঙ্গা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানান, জীবননগর পৌর শহরে সড়ক ও জনপথের যায়গার উপর অবৈধভাবে গড়ে ওঠা দু'শতাধিক স্থাপনার তালিকা তৈরি করা হয়। গত ২৩ তারিখে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করা হয়। আজ অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.