× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজশাহীতে সড়কে প্রতীকী পরীক্ষায় শিক্ষার্থীরা

রাজশাহী প্রতিনিধি

২৩ জানুয়ারি ২০২২, ০২:৪৩ এএম

বন্ধ হওয়া পরীক্ষা দিতে চান জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরীক্ষার দাবিতে সড়কে প্রতীকী পরীক্ষায় অংশ নেন রাজশাহীর সাধারণ শিক্ষার্থীরা। রোববার সকাল সাড়ে ১১টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে খাতা কলম নিয়ে বসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ জন পরীক্ষার্থী প্রতীকী পরীক্ষা দেয়।

এ সময় শিক্ষার্থীদের মানববন্ধন করতে দেখা গেছে। মানববন্ধন থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে রাখার দাবি জানানো হয়। একই সাথে শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে অনুষ্ঠিত হওয়া মাত্র ২ থেকে ৩টি পরীক্ষা বাকি আছে। এই পরীক্ষাগুলো আটকে যাওয়ার কারণে তাদের জীবনের চাকা আটকে গেছে। সেই পরীক্ষাগুলো দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়।

মানববন্ধন ও প্রতীকী পরীক্ষা শেষে বক্তব্য দেন, বাংলা বিভাগের পরীক্ষার্থী শফিকুল ইসলাম, আব্দুর রহিম, বুলবুল আহম্মেদ, হিসাব বিজ্ঞান বিভাগের রেবেকা বালা, জাকারিয়া, আব্দুল হাদি  প্রমুখ।

এসময় পরীক্ষার্থীরা আরো জানায়, দেশে সব কিছুই যদি চলতে পারে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে পরীক্ষা নেওয়া যাবেনা কেন? স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়া হোউক। কারন বার বার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ফলে আমরা আমাদের ভবিষৎ নিয়ে সংকিত। পরীক্ষার্থী আব্দুর রহিম জানান, আমাদের কারো কারো দুইটি, আবার কারো তিনটি পরীক্ষা বাকি আছে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাগুলো দিতে চাই। এই পরীক্ষাগুলোর কারণে আমাদের ভবিষৎ চাকরি কর্ম পরিকল্পনা আটকে আছে। একটি মাত্র সার্টিফিকেটের কারণে আমরা বছরের পর বছর আটকে আছি। আমরা মাননীয় প্রধান মন্ত্রীর সুদৃষ্টি ও তড়িৎ পদক্ষেপ কামনা করছি।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.