× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিরাজগঞ্জের ৩ এমপি করোনায় আক্রান্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি

২৩ জানুয়ারি ২০২২, ০১:৫৬ এএম

দ্বিতীয় ও তৃতীয়বার মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিরাজগঞ্জের তিন সংসদ সদস্য। এছাড়াও করোনায় আক্রান্ত হয়েছেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতিও।

আক্রান্ত সংসদ সদস্যরা হলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ ও সলঙ্গা) আসনের ডা. আব্দুল আজিজ ও সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের প্রকৌশলী তানভীর শাকিল জয়। জানা যায়, বুস্টার ডোজ নিয়েও তৃতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কাজিপুর-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয় ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না।

অন্যদিকে সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ ও সলঙ্গা) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ সরকার দুইটি টিকা নিয়েও দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন বলে তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয় বলেন, দুটি করোনাভাইরাসের টিকা এবং তারপর বুস্টার ডোজও নিয়েছি। গত ১৯ জানুয়ারি তৃতীয়বারের মতো করোনাভাইরাস ধরা পড়েছে। তবে ঠান্ডা ছাড়া তেমন কোনও উপসর্গ ও সমস্যা নেই। বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি।

করোনার টিকার তৃতীয় (বুস্টার) ডোজ নেওয়ার ১০ দিন পর দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না। শনিবার বিকেলে নিজের ফেসবুক পেজে করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন তিনি। সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ সরকার জানান, দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পর আবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, যা সাত দিন আগে ধরা পড়েছে। সর্দি-কাশি আছে। এর বাইরে তেমন সমস্যা হচ্ছে না। বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

এছাড়াও রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃপ্তি কণা মণ্ডল, কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী ও জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েলও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.