× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফসলি জমির মাটি কাটা ঠেকাতে

ফেনীতে ৬ পিকআপ ও এস্কেভেটর মেশিন জব্দ

ফেনী প্রতিনিধি

১৯ জানুয়ারি ২০২২, ০৫:১৭ এএম

ফেনীতে ফসলী জমির উপরীভাগের মাটি কাটা ঠেকাতে রাতের বেলায় অভিযান পরিচালনা করেছে প্রশাসন। মঙ্গলবার ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী বেগম ও সহকারী কমিশনার (ভূমি) সুলতানা নাসরীন কান্তার নেতৃত্বে ওই উপজেলার সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ফসলি জমি থেকে মাটি কেটে বহনের কাজে ব্যবহৃত ৬টি পিকআপসহ ৪ জনকে আটক ও ১টি এস্কেভেটর মেশিন জব্দ করা হয়। আটকরা হলেন, একই ইউনিয়নের শ্রীপুর এলাকার হারিছ মিয়ার ছেলে আনোয়ার হোসেন ও উত্তর শ্রীপুর এলাকার সফিউল্লাহর ছেলে সাদ্দাম হোসেন ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রুহুল আমীনের ছেলে আবুল মোবারক, একই জেলার সুবর্ণচরের আবদুর রহীমের ছেলে মো. সোহেল।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী বেগম বিষয়টি নিশ্চিত করে জানান, ফসলি জমির মাটি কাটা ঠেকাতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক ও সোচ্চার রয়েছে । অভিযানে আটক ৪ ব্যক্তি ও জব্দকৃত ৬টি পিকআপ ও এস্কেভেটর মেশিনটি স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সেলিমের জিম্মাদারীতে রেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.