× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় অসহায়রা পেল রিক্সা ও সেলাইমেশিন, শিক্ষার্থীরা পেল বাইসাইকেল

গাইবান্ধা প্রতিনিধি

০৬ জুলাই ২০২২, ১১:০৯ এএম

গাইবান্ধায় অসহায় মানুষদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে তাদের দেওয়া হয়েছে অটোরিকশা ও সেলাই মেশিন। এবং পাশাপাশি শিক্ষার্থীদের দেওয়া হয়েছে  বাইসাইকেল। 

বুধবার (৬ জুলাই) বিকেলে গাইবান্ধা সদর উপজেলা পরিষদ চত্বরে ওইসব জিনিসপত্র বিতরণ করেন গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি ।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শরীফুল আলম, সহকারি কমিশনার (ভূমি) রেজাউল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা  স্মৃতি, উপজেলা( এলজিইডি) প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা, ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিছুর রহমান প্রমুখ।


সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শরীফুল আলম জানান, উপজেলা পরিষদের আয়োজনে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর  আওতায় অসহায়দের মাঝে ১৮টি সেলাই মেশিন, ২৫টি অটোরিকশা ও ১৮ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.