× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পলাশবাড়ী বিদ্যুৎ উপকেন্দ্রে সার্কিট ব্রেকারে বিস্ফোরণ, ৫ ঘন্টা বিদ্যুৎহীন গাইবান্ধা

গাইবান্ধা প্রতিনিধি

০৬ জুলাই ২০২২, ১১:০২ এএম

গাইবান্ধার পলাশবাড়ী বিদ্যুৎ উপকেন্দ্রে গতকাল মঙ্গলবার সার্কিট ব্রেকার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। 

এ কারণে গতকাল বিকেল থেকে টানা ৫ ঘন্টা গাইবান্ধায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। পরে সার্কিট ব্রেকারসহ প্রয়োজনীয় যন্ত্রাংশ পুন:স্থাপন করে রাত ১১টা নাগাদ গাইবান্ধা জেলা শহরের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়। তবে এখনও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। 
বিদ্যুতের ঘনঘন আসা-যাওয়ায় বুধবার ৬ জুলাই রাত ৮ টা পর্যন্ত গাইবান্ধাবাসীকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে ।

নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানী (নেসকো) লিমিটেড সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে তাদের পলাশবাড়ী ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্রে (গ্রীড) সার্কিট ব্রেকারে আকষ্মিক বিস্ফোরণ ঘটে। 
এ সময় পৃথক দুটি সার্কিট ব্রেকারে একই সাথে আগুন লেগে যায়। ফলে নেসকোর আওতাধীন গাইবান্ধা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ ১ ও ২ এর দুটো সঞ্চালন লাইনেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে গাইবান্ধা জেলা শহরসহ আশেপাশের বেশিকিছু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।
 বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা বিদ্যুৎ বিভাগের নেসকো-২ নির্বাহী প্রকৌশলী ইমদাদুল হক  জানান, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পলাশবাড়ী ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্রে (গ্রীড) সার্কিট ব্রেকারে আকষ্মিক বিস্ফোরণ ঘটে। বিষয়টি সম্পূর্ণ যান্ত্রিক। সার্কিট ব্রেকারসহ প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ এবং পুন:স্থাপন করে মঙ্গলবার রাত থেকেই বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.