× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন নবীনগরের দুই সাংবাদিক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

০৬ জুলাই ২০২২, ০৯:১৫ এএম

পত্রিকায় প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় জামিন পেলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার দুই সাংবাদিক। গত সোমবার চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক ওই দুই সাংবাদিকের জামিন মঞ্জুর করেন ।

জামিন প্রাপ্ত দুই সাংবাদিক হলেন দৈনিক প্রথম আলো ও কালের কণ্ঠের সাবেক নবীনগর প্রতিনিধি, বর্তমানে দৈনিক বাংলা ৭১ এর বিশেষ প্রতিনিধি ও নবীনগরের সাংস্কৃতিক সংগঠক গৌরাঙ্গ দেবনাথ অপু এবং দৈনিক অবজারভারের নবীনগর প্রতিনিধি মিঠু সূত্রধর পলাশ।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে মামলার শুনানীতে অংশ নেয়া আইনজীবী ব্যারিষ্টার আশরাফ রহমান সাংবাদিকদের বলেন, মামলাটি যে হয়রানিমূলক ও মত প্রকাশের ক্ষেত্রে স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী সেটি আমরা বিজ্ঞ আদালতকে যুক্তি তর্ক দিয়ে বুঝাতে সক্ষম হই।

ফলে, বিজ্ঞ আদালত আমাদের বক্তব্যে সন্তুষ্ট হয়ে এই ২ সাংবাদিকের জামিন মঞ্জুর করেন। আলোচিত এ মামলার শুনানীতে দুই সাংবাদিকের পক্ষে ব্যারিষ্টার আশরাফ রহমানের সাথে সহযোগিতা করেন চট্টগ্রামের আইনজীবী এড. জয়দত্ত বড়ুয়া, এড. সাইফুদ্দিন মো. খালেদ, এড. মো. ফারুখ, এড. মোহাম্মদ রিদুয়ান, এড. জুয়েল কান্তি নাথ, এড. অভিজিৎদে, এড. স্বরূপ কান্তি নাথ প্রমুখ।


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.