× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বরিশালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় দুই ফার্মেসিকে জরিমানা

বরিশাল ব্যুরো

০৬ জুলাই ২০২২, ০৮:০৪ এএম

বরিশালে মেয়াদোত্তীর্ণ এবং ডাক্তারদের দেয়া বিনামূল্যের স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে দুটি ফার্মেসিতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর।

এ সময় দুই ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ও বিনামূল্যের স্যাম্পল ওষুধ জব্দ এবং ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বরিশাল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোয়াইব মিয়ার নেতৃত্বে বুধবার (৬ জুলাই) এই অভিযান পরিচালিত হয়।

সোয়াইব মিয়া জানান, ওই দুটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ ছিলো। তার প্রেক্ষিতে অভিযান চালিয়ে ওই দুটি ফার্মেসি থেকে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ এবং ডাক্তারদের প্রদর্শনের জন্য দেয়া স্যাম্পল (নমুনা) ওষুধ জব্দ করা হয়।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.