× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাঙ্গাবালীতে স্থানীয় সালিশ বৈঠককে কেন্দ্র করে আ'লীগের দুই পক্ষে সংঘর্ষে আহত ১৫

পটুয়াখালী ও রাঙ্গাবালী প্রতিনিধি

০৬ জুলাই ২০২২, ০৬:৪৬ এএম

রাঙ্গাবালীতে জমিজমা সংক্রান্ত সালিশি বৈঠককে কেন্দ্র করে আ'লীগের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।


বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের নয়ারচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে স্লুইস বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন ও সহ সভাপতি মোশাররফ হোসেনের সমর্থকরা জমিজমা সংক্রান্ত একটি সালিশ বৈঠক করছিলো। এতে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়। আহতরা হলো,  সুমন, খোকন, জুয়েল, রিফাত খান, জসিম ফরাজি, আলী খা, রাহাত চৌকিদার, লাল মিয়া, খোকন। 

চরমোন্তাজ ফাড়ী ইনর্চাজ মো মিজানুর রহমান বলেন, রাতে নয়ারচর এলাকায় জমিজমা সংক্রান্ত একটি সালিসি বৈঠক না মানায় আওয়ামী নেতা শহিদ খান কতৃক রিফাতকে থাপ্পর মারায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। 

তিনি আরও বলেন, এঘটনায় কাউকে আটক করা যায়নি। কোন লিখত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.