× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কোষ্টগার্ডের অভিযানে ১২ লক্ষ মিটার জাল সহ ৩০ জেলে আটক

পটুয়াখালী প্রতিনিধি

০৬ জুলাই ২০২২, ০৬:৩৯ এএম

পটুয়াখালীর কুয়াকাটায় কোষ্টগার্ডের অভিযানে ২ টি ট্রলারে ১২ লক্ষ মিটার জালসহ ৩০ জেলেকে আটক করা হয়েছে। 


দেশের মৎস্য সম্পদের সুরক্ষা ও মাছের বংশবিস্তারে সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সরকার।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমূদ্রে মাছ ধরার অপরাধে মঙ্গলবার (৫ জুলাই ) সকাল থেকে বিকেল পর্যন্ত  নিজামপুর কোষ্টগার্ড স্টেশন ও মৎস্য বিভাগের যৌথ অভিযান পরিচালনা করে সমূদ্র থেকে মাছ থেকে ফেরার পথে খাজুরা সংলগ্ন ৩ নদীর মোহন থাকে  তাদের  আটক করা হয়। 

পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তা অপু শাহা  কর্তৃক আটককৃত জেলে ও জব্দকৃত ট্রলারের মালিকদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২টি ট্রলার কে ৮৭ হাজার টাকা এবং ট্রলারে থাকা আনুমানিক ৩'শ কেজী  মাছ নিলামের মাধ্যমে ৫০ হাজার টাকা বিক্রি করে  ছেড়ে দেওয়া হয়। 

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কে এম শাফিউল কিঞ্জল জানান, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা, জননিরাপত্তা, জলদস্যুতা, বন-দস্যুতা ও ডাকাতি দমন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এরুপ তৎপর অভিযান অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.