× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পটুয়াখালীতে নির্বাচনী দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারীর পরিবারকে চেক হস্তান্তর

পটুয়াখালী প্রতিনিধি

০৬ জুলাই ২০২২, ০৬:৩৮ এএম

পটুয়াখালীতে ২০২১ সনের স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের ২৮ নভেম্বর ৩য় ধাপের ইউপি নির্বাচনে ভোট গ্রহনের দায়িত্ব পালনকালে নিহত সহকারী প্রিসাইডিং অফিসার মোঃ হুমায়ুন কবির (ফিল্ড সুপার ভাইজার, মির্জাগঞ্জ উপজেলা) এর পরিবারকে ১০ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।


বুধবার(৬ জুলাই)সকাল ১০ টায় সিনিয়র জেলা  নির্বাচন অফিস পটুয়াখালীর সম্মেলন কক্ষে সিনিয়র নির্বাচন অফিসার খান আবি শাহানুর খানের সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নিহত মোঃ হুমায়ুন কবিরের সহধর্মীনি তহমিনা বেগম এর হাতে নির্বাচন কমিশন কর্তৃক আর্থিক সাহায্য ১০ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ হুমায়ুন কবির। 

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল নির্বাচন অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, পটুয়াখালী সদর উপজেলা নির্বাচন অফিসের বিদায়ী উপজেলা নির্বাচন অফিসার মোঃ খালিদ বিন রউফ,নবাগত সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ মিজানুার রহমান,মোঃ মনিরুজ্জামান সোহাগ, মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ জিয়াউর রহমান, মোঃ জাহাঙ্গীর হোসেন ও মোঃ আঃ রশিদ।এ ছাড়া নিহত হুমায়ুন কবিরের তিন কন্যা মোসাঃ তানিয়া হুমায়রা, ইসরাত জাহান মুক্তি ও সুরাইয়া তাসনিম এবং জামাতা মোঃ নাজমুল হাসান উপস্থিত ছিলেন।

এর আগে জেলা প্রশাসন থেকে কল্যান তহবিল হতে ৮ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক নিহত পরিবারকে দেয়া হয়েছে বলে  অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ হুমায়ুন কবির জানান।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.