× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মেঘনা নদীগর্ভে বিলীন নবীনগরের ৩০টি বাড়ি

০৬ জুলাই ২০২২, ০৩:৫২ এএম

মেঘনা নদীর পাড়ে বসে সত্তরোর্ধ বৃদ্ধ খোরশেদ আলম বললেন, 'দেখতে দেখতেই পানির নিচে বিলীন হয়ে গেছে আমার চারটা ঘরসহ ঘরের সকল মালামাল। কোনোকিছুই বাঁচিয়ে রাখতে পারিনি। জীবন নিয়ে কোনোরকমে টিকে আছি। পড়নের কাপড় ছাড়া আর কিছুই নাই। পরিবার-পরিজন নিয়ে এখন কোথায় যাবো, কোথায় থাকবো- একমাত্র আল্লাই ভালো জানেন।' কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা তীরবর্তী চিত্রী কান্দাপাড়ার নদী ভাঙ্গনে সর্বস্ব হারানো খোরশেদ আলম।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মেঘনা নদী তীরবর্তী গ্রামগুলোতে আবারও ভয়াবহ নদী ভাঙ্গন শুরু হয়েছে। গত শনিবার দুপুরে নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের চিত্রী গ্রামের কান্দাপাড়া ও দড়িলাপাং গ্রামে চোখের পলকে ৩০টি বাড়িঘর ও ঘরের ভেতর থাকা ধান- চাউল, আসবাবপত্র, গাছ-পালা, ফসলী জমি, বিদ্যুতের কয়েকটি খুঁটিসহ কয়েক কোটি টাকার মালামাল মেঘনার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অনেকে এক কাপড় নিয়েই ঘর থেকে বেড়িয়ে কোনোরকমে জীবন বাঁচিয়েছেন।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, মেঘনা নদীর করাল গ্রাসে ভাঙ্গনের কবলে পরে বাড়িঘর হারিয়ে সর্বশান্ত হয়ে মানবেতর জীবন যাপন করছে চিত্রি গ্রামের কান্দাপাড়ার খোরশেদ মিয়া, খায়েস মিয়া, হাছু মিয়া,শাহ আলম মিয়া, জালাল মিয়া, আবেদ মিয়া, বেদন মিয়া, আবু সালাম, মাহফুজ মিয়া, অলেক মিয়া, ওমর আলী, রুপ মিয়া, গোলাপ মিয়া, আমির হোসেন, বিল্লাল মিয়া, সুবুর খান, হান্নান মিয়া, সোরাফ মিয়ার পরিবারগুলো, বাড়িঘর হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছে অনেকে। নদী ভাঙ্গন অব্যাহত থাকায় চরম আতঙ্ক বিরাজ করছে ওই এলাকার জনবসতিদের মাঝে। বাড়ি ঘর ছেড়ে অনেকে অন্যত্র চলে যাচ্ছে পরিবার পরিজন নিয়ে। জরুরি ভিত্তিতে ভাঙ্গন রোধকল্পে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে স্কুল, মসজিদ-মাদ্রাসাসহ আশপাশের কয়েকটি গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে নবীনগর উপজেলার মানচিত্রই পাল্টে যাওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী। 

এ বিষয়ে জানতে চাইলে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক বলেন, 'ভাঙ্গন কবলিত এলাকা আমরা পরিদর্শন করে এসেছি। উপজেলা পরিষদের পক্ষ থেকে শুকনো খাবার ও আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। যাদের বাড়ি ঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে তাদেরকে আশ্রয়ন প্রকল্পের আওতায় ঘর নির্মাণ করে দেওয়ার বিষয়ে আমরা কাজ করছি। ভাঙ্গন রোধকল্পে এম.পি মহোদয় একটি প্রকল্প হাতে নিয়েছেন, খুব দ্রুতই কাজ শুরু হবে বলে আমরা আশা করছি।'


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.