× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈদ উল আযহাকে ঘিরে কামার পাড়ার ব্যস্ততা

রূপগঞ্জ (নারায়নগঞ্জ) প্রতিনিধি

০৬ জুলাই ২০২২, ০৩:৪৭ এএম

নারায়নগঞ্জের রূপগঞ্জে ঈদ উল আযহাকে ঘিরে কামার পাড়ার শ্রমিকরা এখন ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত হাতুরী আর হামারের ঢুং-ঢাং শব্দে মুখরিত কামার পাড়াগুলো। গত দু,বছর করোনা ভাইরাসের প্রার্দুভাব থাকায় অনেকেরে মতো দিশেহারা হয়ে পরেছিলেন কামার শিল্পের সঙ্গে জড়িত কর্মকারেরা। আধুনিক প্রযুক্তিতে তৈরি লোহা, স্টীলের যন্ত্রপাতির সামনে এমনিতেই নাস্তানুবাদ এই শিল্প সংশ্লিষ্টরা। বছরে একটি মৌসুম ঈদ উল আযহা ঘিরে ফিরে আসে তাদের কর্ম চঞ্চলতা। করোনার কারনে প্রায় হতাশ হয়ে পরা এই কর্মকারদের কোরবানী ঈদকে সামনে রেখে শেষ মূহূর্তে এসে দা,বটি,ছুরি চাপাতিসহ নানান উপকরন তৈরির কাজে এখন ব্যস্ত সময় পার করছেন। হাটবাজার আর পাড়া মহল্লায় তাদের হাতুড়ি-হামারের টুংটাং শব্দ জানান দিচ্ছে আর মাত্র কদিন বাদেই ঈদ। আর সেই ঈদকে ঘিরে আশার আলো দেখছেন কামারেরা।

রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় কোরবানীর ঈদকে সামনে রেখে শেষ সময়ে এসে প্রায় দুইশত কামার ব্যস্ত সময় কাটাচ্ছেন।

কর্মকারদের সাথে কথা বলে জানা গেছে,সারা বছর দা,বটি,চাকু,ছুরি চাপাতি, কৃষি উপকরন তৈরির কাজ করেন তারা। কিন্তু চায়নাসহ অন্যান্য দেশ থেকে আধুনিক ধারালো যন্ত্রপাতি বাজারে আসায় হতাশ তারা। এখন আর কামারদের তেমন চাহিদা নেই। অনেকেই এখন আর কামারদের কাছে দা,বটি,চাকু,ছুরি চাপাতি তৈরি করতে আসে না। আবার এসব যন্ত্রপাতি তৈরি করে বাজারে বিক্রি করতে গেলে গ্রাহকদের তেমন চাহিদা নেই।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.