× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাসিরনগরে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করলেন এমপি সংগ্রাম

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

০৬ জুলাই ২০২২, ০৩:৩৩ এএম

 নাসিরনগর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। 

 উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২১-২২ অর্থবছরে (খরিফ-২)  মৌসুমে উফশী রোপা আমন ফসলের আবাদ বৃদ্ধির লক্ষে প্রনোদনা কর্মসূচির আওতায় কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা  নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মোনাব্বর হোসেন এর সভাপতিত্বে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সাংসদ ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, গুনিয়াউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জিতু মিয়া, চাপরতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো; মনসুর আহমেদ ভূইয়া, পুতুল রানী দাস,   উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী।

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক। অনুষ্ঠানে উপজেলার ১৩ টি ইউনিয়নের ৪০০ জন কৃষক মাঝে বিনামূল্যে   ৫ কেজি ধানে বীজ ও  ২০ কেজি সার বিতরণ করা হয়েছে।   সার ও বীজ বিতরণে পর প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঙ্গিনায় ফলজ বৃক্ষ রোপন করেন।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.