× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শাহজাদপুরে নদী ভাঙনে ঘর বাড়ী হারানোদের নেই ঈদ আনন্দ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

০৫ জুলাই ২০২২, ০৬:১৪ এএম

যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গত এক সপ্তাহে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের মাজ্জান, ফকিরপাড়া ও বিনোটিয়া গ্রামের ৪টি পয়েন্টে তীর সংরক্ষণ বাঁধ ধসে ২০টি ঘরবাড়ি যমুনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। 

সর্বস্ব হারানো এ সব মানুষ কোনো উপায় না পেয়ে পাশের বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছেন। বিলীন হয়ে যাওয়া বাড়িঘরের মানুষ পরনের কাপড় ছাড়া আর কিছুই উদ্ধার করতে পারেননি। এদিকে পানি উন্নয়ন বোর্ড থেকে এ ভাঙন এলাকায় বালু ভর্তি জিও বস্তা ফেললেও তা চাহিদার তুলনায় কম হওয়ায় এলাকাবাসী চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন।

বিনোটিয়া গ্রামের শরিফুল ইসলাম, আব্দুল করিম, বেল্লাল হোসেন, রেজাইল করিম জানান, দীর্ঘ ১২ বছর ধরে যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধ সংস্কার করা হয় না। ফলে বাঁধটি দুর্বল হয়ে এর বিভিন্ন স্থানে ধস শুরু হয়েছে। এরমধ্যে গত কয়েকদিন ধরে যমুনা নদীতে বন্যার পানি বৃদ্ধি শুরু হওয়ায় বিনোটিয়া গ্রামের ৫টি বাড়িঘর যমুনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে শতাধিক ঘরবাড়ি ও বিনোটিয়া জামে মসজিদ। 

এদিকে ভাঙন আতঙ্কে এলাকাবাসীর খাওয়া ও রাতের ঘুম হারাম হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড সঠিক সময়ে ব্যবস্থা না নেয়ায় ফকিরপাড়া গ্রামের ৩টি পাকা ঘরবাড়ি যমুনা নদীগর্তে বিলীন হয়ে গেছে।
মাজ্জাম গ্রামের আবু জাফর, আবুল কালাম আজাদ, বারিকুল শেখ, ফুলমালা, কমলা খাতুন, সাবানি খাতুন, হালিমা খাতুন, জয়ফল খাতুন, রমিছা খাতুন ও সারমিন খাতুন জানান, এ গ্রামের ১২-১৪টি বসতঘর চোখের সামনে নদীতে বিলীন হয়ে গেছে। ধান, চাল, খাট, আলমারিসহ মূল্যবান কিছুই ঘর থেকে বের করতে পারেনি। এক কাপড়ে ঘর থেকে বের হয়ে জীবন বাঁচিয়েছেন। এখন তারা বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়ে এক বেলা আধ বেলা খেয়ে না খেয়ে দিন পার করছেন। ভাঙনে ঘরবাড়ী হারানো পরিবারগুলোর মাঝে নেই ঈদ আনন্দ।

তাদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড ভাঙন স্থানে কিছু বালুর বস্তা ফেলেছে। কিন্তু তা চাহিদার তুলনায় অনেক কম। ফলে এ ভাঙন রোধ তো দূরের কথা ২৫০ কোটি টাকা ব্যয়ে গত বছর নির্মিত মূল বন্যা নিয়ন্ত্রণ বাঁধই এখন হুমকির মুখে পড়েছে।
শাহজাদপুরের ইউএনও তারিকুল ইসলাম বলেন বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের জন্য ১.৬ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ঈদের আগে ক্ষতিগ্রস্তদের  শুকনো খাবার দেওয়া হবে। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডকে ঐ এলাকায় বস্তা ফেলার জন্য দ্রুত পদক্ষেপ নেয়া হবে। 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.