
নির্ধারিত সময়ে হাওরবাঁধের কাজ শেষ না হওয়ায় দু:শ্চিন্তায় কৃষক
অনেক পিআইসিতে বাঁধের পাশ থেকেই মাটি নিয়ে তাতেই সংস্কার করা হয়েছে বাধের ক্ষতিগ্রস্ত অংশ। সঠিকভাবে করা হচ্ছে না কমপ্যাকশন বা দুরমুজের কাজও। এভাবে নানা অনিয়ম করে রাষ্ট্রের লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে পিআইসিগুলো।