
জন্মদিনে স্মরি চারণ কবি বিজয় সরকারকে
জন্মদিনে স্মরি চারণকবি বিজয় সরকারকে। ১৯০৩ সালের ২০শে ফেব্রুয়ারি জন্ম অসাম্প্রদায়িক চেতনার সুরস্রষ্টা কবিয়াল বিজয় সরকারের। নড়াইল সদরের নিভৃতপল্লী ডুমদি গ্রামে জন্ম তার। শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৩ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন তিনি।