আন্তর্জাতিক ডেস্ক।
০৫ মে ২০২৫, ২১:৩৮ পিএম
ছবিঃ সংগৃহীত।
বিদেশে নির্মিত সব চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, বিদেশি প্রণোদনার ফলে হলিউড ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। আজ (৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
রোববার (৪ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে' এক পোস্টে ট্রাম্প বলেন, অন্যান্য দেশ আমাদের চলচ্চিত্র নির্মাতাদের নানা প্রণোদনা দিয়ে আকৃষ্ট করছে। হলিউড ও যুক্তরাষ্ট্রের অন্যান্য অঞ্চল এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটি একটি সমন্বিত প্রচেষ্টা এবং এটাই জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।
তিনি
জানান, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধিকে এ বিষয়ে পদক্ষেপ
নিতে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই শুল্ক কীভাবে
কার্যকর হবে বা কবে থেকে
কার্যকর হবে— সে বিষয়ে এখনো
কোনো বিস্তারিত জানানো হয়নি।
ট্রাম্প
বলেন, আমরা এখন খুব কম চলচ্চিত্র তৈরি
করছি। অন্যান্য দেশ আমাদের চলচ্চিত্র শিল্প চুরি করে নিচ্ছে। তারা যদি যুক্তরাষ্ট্রে এসে সিনেমা তৈরি না করতে চায়,
তাহলে তাদের সিনেমার ওপর কর বসানো উচিত।
এই
ঘোষণার অংশ হিসেবে ট্রাম্প অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন, মেল গিবসন এবং জন ভয়েটকে “বিশেষ
দূত” হিসেবে নিয়োগ দিয়েছেন, যারা হলিউডের হারানো গৌরব ফেরানোর দায়িত্বে থাকবেন। তিনি তাদের নিজের “চোখ ও কান” বলেও
উল্লেখ করেন।
সাম্প্রতিক
বছরগুলোতে হলিউড নানা সংকটে ভুগছে। কোভিড-১৯ মহামারির দীর্ঘমেয়াদি
প্রভাব, ২০২৩ সালের অভিনেতা ও লেখকদের ধর্মঘট
এবং ব্যবসায়িক মন্দার কারণে ২০২৪ সালে হলিউড স্টুডিওগুলো প্রায় ৩০ বিলিয়ন ডলার
আয় করলেও, তা আগের বছরের
তুলনায় প্রায় ৭ শতাংশ কম।
বিশেষজ্ঞরা
মনে করছেন, ট্রাম্পের প্রস্তাবিত শুল্ক নীতি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক চলচ্চিত্র বাজারে অবস্থানকে দুর্বল করতে পারে। পাল্টা প্রতিক্রিয়া হিসেবে অন্যান্য দেশও যুক্তরাষ্ট্রের সিনেমার ওপর নিষেধাজ্ঞা বা কর আরোপ
করতে পারে, যা গোটা মার্কিন
চলচ্চিত্র শিল্পের জন্য ক্ষতির কারণ হয়ে উঠবে।
ট্রাম্পের
এই ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এক পোস্টে তিনি
লেখেন, ডোনাল্ড ট্রাম্পের ১০০ শতাংশ বিনোদন শুল্কে ভারতীয় সিনেমা জগৎ শঙ্কিত। এটি একধরনের ধ্বংসাত্মক পদক্ষেপ। যদি এই কর আরোপ
চলতেই থাকে, তবে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যেতে পারে। কেউ রক্ষা করতে পারবে না।
তিনি
আরও বলেন, ভারতীয় চলচ্চিত্র শিল্পের এখন জেগে ওঠার সময়। আত্মতুষ্টি ও পাপ্পারাজ্জি-সংস্কৃতি
ছেড়ে বাস্তব সংকটের মুখোমুখি হতে হবে।
উল্লেখ্য, বলিউডের বহু সিনেমা যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পায় এবং মার্কিন বাজার থেকে উল্লেখযোগ্য পরিমাণ আয় করে থাকে। ট্রাম্পের শুল্ক নীতির বাস্তবায়ন হলে এই আয়ের উপর বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
সূত্রঃ আল-জাজিরা।