× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বার্সেলোনাকে হারিয়ে শিরোপার কাছাকাছি রিয়াল

ক্রীড়া ডেস্ক

২২ এপ্রিল ২০২৪, ১২:৪০ পিএম

এজন্য রিয়াল মাদ্রিদের মাঠে জয়ের বিকল্প দেখছিলেন না জাভি হার্নান্দেজ। রবিবার মৌসুমের শেষ এল ক্লাসিকোতে দুইবার লিড নিয়েছিল কাতালানরা। কিন্তু পাল্টা জবাব ভালোভাবে দিয়েছে মাদ্রিদ ক্লাব। 

লিগে গতবারের দেখায় জুড বেলিংহ্যাম হয়েছিলেন নায়ক। এবারও ইংলিশ মিডফিল্ডারের গোলেই দ্বিতীয় এল ক্লাসিকো জিতলো রিয়াল। ৩-২ গোলে বার্সাকে হারিয়ে ৩৬তম লা লিগার শিরোপার আরও কাছাকাছি পৌঁছে গেলো কার্লো আনচেলত্তির দল।

দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার সঙ্গে ৮ পয়েন্টের ব্যবধান নিয়ে মাঠে নেমেছিল শীর্ষ দল রিয়াল। খেলা শেষে সেটা বেড়ে দাঁড়ালো ১১ পয়েন্টে। আর ছয় ম্যাচ বাকি। কাগজে কলমে বার্সার শিরোপার জয়ের সম্ভাবনা টিকে থাকলেও বাস্তবে তা অসম্ভব বলা চলে। ৩২ ম্যাচে মাদ্রিদ ক্লাবের পয়েন্ট ৮১, বার্সা ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে। 

ষষ্ঠ মিনিটে রাফিনহার কর্নার থেকে উড়ে আসা বল রিয়াল গোলকিপার আন্দ্রে লুনিন থামাতে পারেননি। দূরের পোস্টে দাঁড়িয়ে থাকা আন্দ্রেস ক্রিস্টেনসেন হেড করে জাল কাঁপান। বার্নাব্যুর দর্শকরা নড়েচড়ে বসার আগেই লিড নেয় বার্সা।

দুই মিনিট পর ভিনিসিয়ুস জুনিয়রের ডান পায়ের শট গোলবারের অনেক উপর দিয়ে যায়। ১৩ মিনিটে রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। পরের মিনিটে লামিনে ইয়ামালের আড়াআড়িতে নেওয়া শটটি রিয়ালের জাল খুঁজে পায়নি। 

বার্সেলোনা তার রক্ষণের ভুলে লিড ধরে রাখতে পারেনি। ১৭ মিনিটে ছোট বক্সের সামনে লুকাস ভাসকেজকে ফাউল করেন পাউ কুবারসি। রিয়ালের জার্সিতে লিগে প্রথমবার পেনাল্টি নিয়ে সফল হন ভিনিসিয়ুস। তার শট ডানদিকে ছিল, সেদিকেই ঝাঁপিয়েছিলেন বার্সা কিপার মার্ক আন্দ্রে টের স্টেগেন। কিন্তু বলের গতি ছিল অনেক বেশি। ১৮ মিনিটে স্কোর ১-১ করে স্বাগতিকরা।

২৮ মিনিটে বক্সের ডানদিকের কঠিন অ্যাঙ্গেল থেকে ইয়ামালের ফ্লিক গোললাইনে সেভ করেন লুনিন। ছয় মিনিট পর রাফিনহার ফ্রি কিক গোলবারের অনেক উপর দিয়ে গিয়ে বার্সাকে হতাশ করে।

বিরতির এক মিনিট আগে লুকা মদরিচের ডানপায়ের শট ঠেকিয়ে বার্সাকে রক্ষা করেন টের স্টেগেন। যোগ করা সময়ে ফেডেরিকো ভালভার্দেও তার বাধা উতরাতে পারেনি।

এর মিনিটখানেক আগে বার্সার ফ্রেঙ্কি ডি ইয়াং ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন। তার স্থলাভিষিক্ত হন পেদ্রি। বিরতির পর ইয়ামালকে রুখে দেন লুনিন। বক্সের বাইরে থেকে নেওয়া জুড বেলিংহ্যামের শট সরাসরি পড়ে টের স্টেগেনের হাতে। 

৫৫ মিনিটে একা গোলকিপারকে পেয়েও বার্সা ডিফেন্ডারদের চাপে পড়ে গোলবারের অনেক দূর দিয়ে বল মেরে রিয়াল দর্শকদের হতাশ করেন ভিনিসিয়ুস। ৬৯ মিনিটে স্বাগতিক দর্শকদের নিস্তব্ধ করে দেয় ফারমিন লোপেজের গোল। তবে ঘুরে দাঁড়াতে সময় লাগেনি রিয়ালের। তিন মিনিট পর ভিনিসিয়ুসের চমৎকার ক্রসে বক্সের সেন্টার থেকে ডান পায়ের শটে সমতা ফেরান লুকাস ভাসকেজ।

ম্যাচের ৯০ মিনিটের খেলা শেষ। হঠাৎ এক আক্রমণে জয়সূচক গোল পেয়ে যায় রিয়াল। যোগ করা সময়ের প্রথম মিনিটে ভালভার্দের নিখুঁত ক্রসে বেলিংহ্যাম বক্সের বাঁ প্রান্ত থেকে করলেন কঠিন এক গোল। তাতে পুরো বার্নাব্যু ফেটে পড়লো উল্লাসে।

চলতি মৌসুমে এটি বেলিংহ্যামের ১৭তম লিগ গোল। দীর্ঘদিন ধরে লিগে গোলখরায় ভুগছিলেন তিনি। ১০ ফেব্রুয়ারি জিরোনার মাঠে এর আগে শেষবার জাল কাঁপান। এবার দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে তিনি গোলখরা কাটালেন।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.