× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিরাট কোহলিকে ছাড়িয়ে যাওয়ার পথে বাবর

ক্রীড়া ডেস্ক

১৫ এপ্রিল ২০২৪, ১৯:০৭ পিএম

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন বাবর আজম। পাকিস্তানের এই অধিনায়ক নান্দনিক পারফরম্যান্সে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন। 

বৃহস্পতিবার থেকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। আসন্ন এই সিরিজেই টি-টোয়েন্টিতে রেকর্ড সর্বোচ্চ রান করে যাওয়া বিরাট কোহলিকে ছাড়িয়ে যেতে পারেন বাবর আজম। 

টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০৩৭ রান করে শীর্ষে রয়েছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ৩৯৭৪ রান করে দ্বিতীয় পজিশনে ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা।

টি-টেয়েন্টিতে ১০৩ ইনিংসে ব্যাট করে তিন সেঞ্চুরি আর ৩৩টি ফিফটির সাহায্যে ইতোমধ্যে ৩৬৯৮ রান করেছেন বাবর আজম। আর মাত্র ৩৪০ রান করলেই ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়িয়ে যাবেন বাবর। আর ২৭৭ রান করলে ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মাকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে রান সংগ্রহে দ্বিতীয় পজিশনে উঠে যাবেন বাবর আজম।

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রান-

বিরাট কোহলি: ১০৯ ইনিংসে ৪০৩৭ রান।

রোহিত শর্মা: ১৪৩ ইনিংসে ৩৯৭৪ রান।

বাবর আজম: ১০৩ ইনিংসে ৩৬৯৮ রান। 

মার্টিন গাপটিল: ১১৮ ইনিংসে ৩৫৩১ রান।

পল স্টার্লিং: ১৩৬ ইনিংসে ৩৪৯১ রান।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.