× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব দক্ষিণে বোরোর বাম্পার ফলন

তুহিন ফয়েজ, মতলব (চাঁদপুর) প্রতিনিধি

০৫ মে ২০২৪, ১৫:৪১ পিএম

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ২টি পৌরসভা ও ৫টি ইউনিয়নে উপজেলা কৃষি বিভাগের অধীনে চলতি ২০২৩-২০২৪ অর্থ বছরে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। মনের আনন্দে কৃষক-কৃষানীরা ধান কেটে মাড়াই করছেন। প্রচণ্ড রোদ্রের কারণে তাদের ধান শুকাতে সহজ হচ্ছে। 

উপজেলার নায়েরগাঁও, নারায়ণপুর, নাগদা, মাছুয়াখাল, নন্দিখোলা, চারটভাঙ্গা, চরপয়ালী, পয়ালী, ডাটিকারা, চরমুকুন্দী, কদমতলী, দিঘলদী, ধনারপাড়সহ বিভিন্ন এলাকায় এ বছর বোরো ধানের উৎপাদন ভালো হয়েছে। 

কৃষি বিভাগ জানায়, এ বছর ৪ হাজার ৮শ’ ৮০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ চৈতন্য পাল বলেন, এ বছর ধানের বাম্পার ফলন হয়েছে। ৫ মে পর্যন্ত উপজেলার প্রায় ৫০ ভাগ জমির ফসল কর্তন করা হয়েছে। আগামী ১৫ মে-এর মধ্যে শতভাগ ফসল কর্তন করা হবে। 

কৃষক মোতালেব সেলিম প্রধান জানান, এ বছর ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ আমাদের সার্বিক পরামর্শ প্রদান করেছেন।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.