× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ির বৈশাখী মেলা বন্ধে হতাশা-ক্ষোভ

ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ)

০৯ মে ২০২৪, ১৯:৩৭ পিএম

প্রায় ২শ বছরের পুরনো কিশোরগঞ্জের কটিয়াদীতে অস্কার বিজয়ী কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ির ঐতিহ্যের কাল ভৈরবী বৈশাখী মেলাটি নিরাপত্তার অজুহাত দেখিয়ে উপজেলা প্রশাসন অনুমতি দেয়নি ৷ এ কারণে মেলায় আগত দুর থেকে ব্যাবসায়ীরাও হতাশ হয়ে খালি হাতে ফিরে যাচ্ছে।

সেই সাথে এই খবরে এলাকাবাসীসহ দূর থেকে আগত পর্যটকদের মনে তীব্র ক্ষোভ ও  হতাশা বিরাজ করছে৷ কেননা এই মেলার জন্য একবছর ধরে সাধারণ মানুষ থেকে শুরু করে কবি সাহিত্যিকরা দীর্ঘ প্রতীক্ষায় থাকেন। বুধবার ৮ মে থেকে মেলাটি শুরু হবার কথা ছিলো। 

মেলাটি যথাযথ সময়ে না হলে এটি একদিকে ঐতিহ্য ও সংস্কৃতির উপর বড় আঘাত হিসেবে দেখছেন সংস্কৃতি কর্মী ও সাহিত্যিকরা৷ দ্রুত সময়ে প্রশাসনের তত্ত্বাবধানে অচলাবস্থা নিরসন করে মেলা আয়োজনের দাবি তাদের৷ 

প্রায় ২০০ বছর আগে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষ শিশুসাহিত্যিক হরি কিশোর রায়চৌধুরী শ্রীশ্রী কালভৈরব পূজা উপলক্ষে বৈশাখের শেষ বুধবার এ মেলার প্রচলন করেছিলেন বলে ইতিহাস থেকে জানা যায়। এই রায়চৌধুরীবাড়িতেই ১৮৬০ সালে জন্মগ্রহণ করেন সত্যজিৎ রায়ের পিতামহ প্রখ্যাত শিশুসাহিত্যিক উপেন্দ্র কিশোর রায় চৌধুরী।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, কটিয়াদীর মসুয়া ইউনিয়নে রায় বাড়ির মাঠে প্রতিবছর মেলা হয়ে আসছে। এবছর মেলার নিয়ন্ত্রণ ও প্রভাব নিতে নজর পড়ে একটি পক্ষের। ভাগাভাগি ও আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় কয়েকজনের একটি অংশের কোন্দল দেখা দেয়৷ এতে বিভক্তির শুরু ৷  মেলা কমিটিতে নিজের পছন্দের কিছু লোককে যুক্ত করতে চেষ্টা চালান স্থানীয় মো. রুবেল হোসেন৷ তিনি যুবলীগের রাজনীতির সাথে যুক্ত। কিন্তু নিজের ইচ্ছার প্রতিফল না হওয়ায় মেলাটি বন্ধের পক্ষে অবস্থান নেন তিনি৷ যদিও তিনি এটি অস্বীকার করেছেন। 

মেলা বন্ধের জন্য শুরু করেন এদিক ওদিক দৌড়ঝাঁপ। মেলার অনুমতি না দেয়ার জন্য রুবেল  কিশোরগঞ্জ জেলা প্রশাসকের বরাবর সহ বিভিন্ন দপ্তরে একটি লিখিত আবেদন করেন। 

আবেদনপত্রে উল্লেখ করেন, মেলার ঐ দিন পাশ্ববর্তী উপজেলা পাকুন্দিয়ায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়ী মেলায় কিশোর গ্যাং দৌরাত্ব ভয়াবহ আকার ধারণ করার কারণে মারামারি ঘটনা থেকে খুনের ঘটনা  ঘটেছে। এই মেলাতেও তা হতে পারে বলে তিনি কারণ উল্লেখ করেন৷ 

জানা যায়, বৈশাখ মাসের শেষ বুধবার বিশ্বনন্দিত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়িতে কাল বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। রায়চৌধুরীবাড়ির প্রায় চার একর ভূমিসহ আশপাশের বিশাল এলাকাজুড়ে এ মেলা বসে। মেলায় রকমারি পণ্যের কয়েক শ স্টল বসে। বাউলগান ও কবিতা পাঠের আসরও হয়। এতে দেশের প্রথিতযশা কবি-সাহিত্যিকরা অংশ নেন।এছাড়াও থাকে বিনোদনের নানা আয়োজনও।

সরেজমিনে দেখা যায়, এবারও সেই তারিখ অনুযায়ী বিভিন্ন জেলা থেকে হরেকরকম পন্য নিয়ে ব্যবসায়ীরা এসে মেলার অনুমিত না পেয়ে ফিরে যেতে হচ্ছে। তাদের চোখে মুখে হতাশার ছাপ৷ অনেকের কাছে ফিরে যাওয়ার ভাড়ার টাকাও নেই৷ 

মেলাতে নরসিংদী জেলা থেকে আসা কসমেটিক ব্যবসায়ী মো. কামরুজ্জামান বলেন,' আমি ৫ বছর ধরে এই মেলাতে এসে ব্যবসা করি। এবারও এসেছিলাম ব্যবসা করতে। মেলার অনুমতি না থাকায় মনডা খারাপ হইয়া গেলো। যাওয়ার টাকাট এহন খালি হাতে বাড়ি ফিরে যেতে হচ্ছে।' 

কটিয়াদী সাহিত্য সংসদের সভাপতি কবি মেরাজ রাহীম বলেন, মেলা হচ্ছেনা এটি আমাদের জন্য হতাশার৷ সংস্কৃতি ও ঐতিহ্যের ওপর আঘাত। এটি কটিয়াদী তথা কিশোরগঞ্জের জন্য ঐতিহাসিক স্থান। মেলা যাতে কখনো বন্ধ না হয় এবং নিরাপত্তা নিশ্চিত করেই এটা হউক এই দাবি জানাচ্ছি৷ 

ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শাহ জালাল সাজু জানান, মেলা নিয়ে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. রুবেলের সাথে বনিবনা না হওয়ায় তিনি জেলা প্রসাশক বারবার একটি লিখিত অভিযোগ করেন। আমরা মেলার অনুমতির জন্য গেলে উপজেলা প্রসাশন মেলার অনুমতি দেয়নি।

মেলা বন্ধের পক্ষে অবস্থান নেওয়া মো. রুবেল হোসেন বলেন, আইনশৃঙ্খলা অবনতির আশংকায় মেলাটি বন্ধের পক্ষে আমি এটা সত্য, কিন্তু মেলা নিয়ে আমার কোন স্বার্থ বা আগ্রহ ছিলো এটি সঠিক নয়৷' বনিবনা না হওয়ার কথাও সঠিক নয়৷ 

উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান দৈনিক সংবাদ সারাবেলাকে  বলেন, মেলার দিন বুধবার পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচন ছিলো। আগামী ২১ মে কটিয়াদী উপজেলা নির্বাচন থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির দিক বিবেচনা করে বৈশাখী মেলার অনুমিত দেয়নি। 

নিরাপত্তা নিশ্চিত করে পরে দিবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,  অবস্থার উন্নতি হলে পরে অনুমতির বিষয়টি বিবেচনা হতে পারে৷' 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.