× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চালু হল বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু

আন্তর্জাতিক ডেস্ক

১৪ মে ২০২২, ১৫:১৪ পিএম

ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বড় ঝুলন্ত ব্রিজ তৈরি করেছে চেক রিপাবলিক। 

আজ শনিবার (১৪ মে) ‘স্কাই ব্রিজ ৭২১’ নামে ওই ব্রিজটি খুলে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

ব্রিজটির দৈর্ঘ্য হলো ৭২১ মিটার। আর এ কারণে এটির নামে পাশে যোগ করা হয়েছে ৭২১ সংখ্যাটি। 

এটি তৈরি করতে সময় লেগেছে ২ বছর। গতকাল শুক্রবার (১৩ মে) এটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। 

ব্রিজটি থেকে জেসেন্সকি পাহাড় ও মেঘের অপরূপ সৌন্দর্য্য উপভোগ করা যাবে। তবে অভিজ্ঞতা হতে পারে ভয়ানক। 

ব্রিজটি দুটি পাহাড়ের মাঝে তৈরি করা হয়েছে। এটি মাটি থেকে ৯৫ মিটার বা ৩১২ ফুট উঁচুতে।

এর আগে বিশ্বের সবচেয়ে বড় ঝুলন্ত ব্রিজ তৈরি করেছিল নেপাল। তাদের ব্রিজটির নাম গান্দাকি গোল্ডেন ব্রিজ। এটির দৈর্ঘ্য ৫৬৭ মিটার। 

চেক রিপাবলিক যে ব্রিজটি তৈরি করেছে সেটি নেপালের ঝুলন্ত ব্রিজটি থেকে ১৫৪ মিটার বড়।

এদিকে চেক রিপাবলিকের ঝুলন্ত ব্রিজটি নারী, শিশু ও বৃদ্ধ সবাই উপভোগ করতে পারবেন। কিন্তু যারা হুইল চেয়ার ব্যবহার করেন তারা সেখানে যেতে পারবেন না। 

ব্রিজটি তৈরি করতে চেক রিপাবলিক খরচ করেছে ৮.৪ মিলিয়ন ইউরো। 

সূত্র: এনডিটিভি

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.