× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রথমবার কানের মঞ্চে সৌদি সিনেমা

বিনোদন ডেস্ক

১৭ এপ্রিল ২০২৪, ১৪:০৫ পিএম

সৌদি সিনেমা ‘নোরাহ’

ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বের অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী কান চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়েছে সৌদি আরবের সিনেমা।

কানের ৭৭ বছরের ইতিহাসে এবারই প্রথম সেখানে আঁ সার্তে রিগার্ড বিভাগে দেখানো হবে সৌদি চলচ্চিত্র নির্মাতা তৌফিক আলজায়েদির ‘নোরাহ’ সিনেমা। খবর : গলফ নিউজ

ফ্রান্সের কান সৈকতে আগামী ১৪ থেকে ২৫ মে পর্যন্ত চলবে এ উৎসব। এ বিভাগে ‘নোরাহ’ প্রতিযোগিতা করবে বিভিন্ন দেশের আরও ১৪টি সিনেমার সঙ্গে।

সিনেমার গল্পে দেখানো হবে আরব দেশটির নব্বই দশকের রক্ষণশীল এক সমাজের চিত্র। সে সময়ের সৌদির বাস্তবতা তুলে ধরা হয়েছে। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন মারিয়া বাহরাভি।

গত বছরের ডিসেম্বরে জেদ্দায় আয়োজিত রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে নোরাহর প্রিমিয়ার হয়েছিল। এবার কান উৎসবের মাধ্যমে সারা বিশ্বের দর্শকদের কাছে পৌঁছে যাবে সিনেমাটি।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.