× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাটোরে গ্রীষ্মকালীন ফল আহরণ সংরক্ষণ ও বাজারজাতকরণে সভা

নাটোর প্রতিনিধি

০৯ মে ২০২৪, ১৯:৪৪ পিএম

নাটোরে নিরাপদ আম ও লিচু আহরণ সংরক্ষণ ও বাজারজাতকরণে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ মে বেলা এগারোটার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মাছুদুর রহমান,  পুলিশ পরিদর্শক ফরহাদ হোসেন, উপ পরিচালক (উদ্যান) শামসুর নাহার ভুঁঞা, উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান প্রমুখ।

আবহাওয়ার প্রতিকূলে থাকায় এবারে আম লিচু সহ গ্রীষ্মকালীন ফল দেরিতে এসেছে। বাজারে যাতে অপরিপক্ক এবং ভেজাল মিশ্রিত কোনো ফল বিক্রি করতে না পারে সেই জন্যেই কৃষি বিভাগের সমন্বয়ে এই ফল আহরণ সংরক্ষণ এবং বাজারজাতকরণ বিষয়ের সভা আহবান করা হয়ে থাকে। এর মধ্যে মোজাফর লিচু আহরণ করতে পারবেন ২০ মে থেকে এবং বোম্বাই ও চাযনা লিচু ২৭ মে থেকে আহরণ করা যাবে। এছাড়াও গুটি আম ১৫ ই মে, গোপালভোগ ২৫ মে, রানী পছন্দ ৩০ মে, লক্ষণভোগ ৫ জুন,খিরসাপাত ৩০ মে,ল্যাংড়া ১২ জুন,মোহনভোগ ২০ জুন,

হাড়িভাঙ্গা ২৫ জুন,ফজলী ৩০ জুন,আম্রপলি ২৫ জুন,মল্লিকা ৫ জুলাই, বারিআম  ১০ জুন, আশ্বিনা ২০ জুলাই,গৌরমতি ২০ আগষ্ট থেকে আম আহরণ ও বাজারজাতকরণ করতে পারবেন আম চাষী, বাগান মালিকরা এবং আড়ত মালিক এবং ব্যবসায়ীরা। এর আগে আম বা লিচু বাজারজাত করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.