× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জলঢাকা পৌরসভার উপনির্বাচনে নোভা মেয়র নির্বাচিত

নীলফামারী প্রতিনিধি

২৮ এপ্রিল ২০২৪, ১৯:৩০ পিএম

নীলফামারীর জলঢাকা পৌরসভার উপনির্বাচনে সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলুর বড় ছেলে মো. নাসিব সাদিক হোসেন নোভা বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। 

তিনি নারিকেল গাছ মার্কা নিয়ে ১২৫৯১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়। তার প্রতিদ্বন্দী প্রার্থী ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী পেয়েছেন ৮৭৬৭ ভোট। অপর প্রার্থী সাদের হোসেন পেয়েছেন ৩৩৫৮ ভোট। 

রবিবার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পযর্ন্ত বিরতিহীনভাবে ইভিএমের মাধ্যমে ভোটারগন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। 

রিটার্নিং অফিসার জাহাঙ্গীর হোসেন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জলঢাকা পৌরসভা এলাকায় ১৮ টি ভোট কেন্দ্রে ১১৭ টি বুথে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটার সংখা ৩৭ হাজার একশত ৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৭৭৪ জন এবং মহিলা ভোটার  ১৮ হাজার ৪১৭ জন। 

উল্লেখ্য, গত জানুয়ারি মাসে ইলিয়াস হোসেন বাবলু মারা গেলে মেয়র পদটি শূন্য হয়।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.