× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করলো বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি

২৮ মার্চ ২০২৪, ১৩:৫৫ পিএম

লালমনিরহাট আদিতমারী উপজেলার দুর্গাপুর দীঘলটারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ এর) গুলিতে লিটন মিয়া (১৭) এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৫ মার্চ) মধ্যরাতে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী পশ্চিম সীমান্তের ৯২৩ নম্বর পিলারের কাছে ভারতের অভ্যন্তরে নিহত যুবক গরু চোরা কারবারিদের সাথে ভারতে প্রবেশ করেন। 

লিটন দীঘলটারী সাংকাচওড়া গ্রামের মোকছেদুল হকের ছেলে। তার মৃত্যুর খবর শুনে পরিবারে চলছে শোকের মাতম।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সোমবার রাতে ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকে গরু আনতে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন গরু চোরাকারবারি সদস্যরা। গরু নিয়ে ফেরার পথে কোচবিহার জেলার দিনহাটা কৈমারী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ঘিরে ফেলে। এসময় গরু পাচারকারীরা ২০/২৫ জন বাংলাদেশি সবাই পালিয়ে আসলেও লিটন বিএসএফ এর গুলিতে আহত হয়। সেই গুলিতে আহত হয়ে লিটন ভারতে পড়ে গেলে  বিএসএফ তাকে নিয়ে গিয়ে চিকিৎসা দেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন বলেন, সীমান্তে লিটন নামে একজন যুবক আহত হয়েছেন। তাকে ভারতের এমজি হাসপাতালে ভর্তি করান বিএসএফ সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬মার্চ মঙ্গলবার রাত ১০টায় লিটন মিয়া মৃত্যুবরণ করেন।

এদিকে লিটনের মরদেহ বুধবার রাত ১০টায় লালমনিরহাট হাতিবান্ধা উপজেলার ঝাউরানী বিজিবি ক্যাম্প কমান্ডার ও ঝাউরানী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্ডল, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান নান্নু মিয়া এবং হাতিবান্ধা থানা পুলিশের উপস্থিতিতে স্বজনদের কাছে লিটনের মরদেহ ফিরিয়ে দেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.